
শুক্রবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ বেপরোয়া ট্রাকের চাপায় চৌমুহনীর কুরীপাড়া এলাকার মেইন রোডে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এতে ব্যাক্তির দেহের উপরের ভাগ ছিন্নভিন্ন হয়ে যায়। আশ-পাশের মানুষ জানায় অজ্ঞাত ব্যাক্তি রাস্তা পার হতে অগ্রসর হলে অপর পাশ থেকে দ্রুতগামী ট্রাকটি ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডের উপর উঠে যায়। ট্রাকের সিরিয়াল নং – ফেনী-ট, ১১০৮৯০। পরে চালক ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পযবেক্ষন করছেন। শেষ খবর পাওয়া পযর্ন্ত নিহত ব্যাক্তির কোন পরিচয় জানা যায় নি। পুলিশ জানিয়েছে লাশ সুরুত হালের জন্য নিয়ে যাওয়া হবে। পাশাপাশি ট্রাকের মালিক এর সাথে কথা বলে চালককে বের করা হবে এবং থানায় মামলা করা হবে।



