Featured

আওয়ামী লীগ নেতার স্বেচ্ছাচারিতা; ক্ষমতার অপব্যবহার এখন নিত্যকার ঘটনা। বাকী বিল্লাহ এখন আতংকের আরেক নাম।

লক্ষীপুরের রায়পুর পৌরসভার আ,লীগ নেতার তান্ডব, স্থানীয় ব্যবসায়ীকে মারধর ও জমি দখল। পুলিশ প্রশাসন দেখেও দেখে না কিছুই!!

লক্ষীপুরের রায়পুর পৌরসভার প্রানকেন্দ্রে ঘটে গেলো পৈশাচিক ঘটনা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল নির্যাতনের দৃশ্য, সরকারি দলের পদবী থাকায় কিন্তু পুলিশ প্রশাসন এখনো নিশ্চুপ।  বলছি, রায়পুর পৌর আওয়ামীলীগের সভাপতি, আবার আটরশির দরবার শরিফের মুরিদ কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ’র কথা। অন্যের জায়গা দখল করে আটরশির ওরশের গরুর প্যান্ডেল করাকে কেন্দ্র করে জমির মালিকানায় থাকা ব্যবসায়ী সাইফুদ্দিন নয়ন নামের এক ব্যক্তিকে নিজে এবং তার অনুসারী সন্ত্রাসী দারা বেধড়ক মারধর করে আহত করার  সিসি টিভি ফুটেজ এখন অনলাইনে ভাইরাল।  গত শুক্রবার রায়পুর পৌরসভার ৮নং ওয়াডের্র সিএনজি স্টেশন এলাকায় এঘটনা ঘটে। এতে ব্যবসায়ী সাইফুদ্দিন নয়ন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্হ্য  কমপ্লেক্স ভর্তি রয়েছেন।

অভিযুক্ত বাকী বিল্লাহ

স্থানীয় সুত্রে জানা যায়, বাকী বিল্লাহ দীর্ঘ দিন যাবত প্রভাব খাটিয়ে রায়পুর বাজারস্থ ভুঁইয়া বাড়ির জায়গা আটরশির ওরশের জন্য ব্যবহার করে আসছে। এতে বাড়ির বাসিন্দাদের অনুমতি গ্রহন বা তাদের নিরাপত্তার তোয়াক্কাও করেনি এই আওয়ামীলীগ নেতা। এ রকম অনেক অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। ওরশের গরুর রক্ষনাবেক্ষন ও ওরশ সমাপ্ত হয়ার পর সকল বজ্য-আবর্জনা ওই বাড়ির আঙিনাতেই ফেলে রাখা হত। এর জের ধরে জমির মালিকানায় থাকা সাইফুদ্দিন নয়ন ও তার মেঝ ভাই বাকী বিল্লাহ কে সমস্যার কথা অভিহিত করে প্যান্ডেল না করার জন্য অনুরোধ করে। এসময় বাকী বিল্লাহ ও অনুসারী লোকজন তাদের উপর চোড়াও হয়।

সিসিটিভি’র ফুটেজ অনুযায়ী দেখা যায়, শান্তিপুর্ন আলোচনার মাঝে বাকী বিল্লাহ ও তার সাংগপাংগ রা নয়ন ও তার ভাই কে অকথ্য ভাষায় গালাগাল করছে, এবং ক্ষুব্দ কয়েকজন তাদের প্রকাশে্্য মারধর শুরু করে। এতে নয়ন বাচতে তার মেঝ ভাইয়ের ঘরে ঢুকলে, ঘরের ভিতরে গিয়ে এক দল তার উপর হামলা করে। বেশ কিছুক্ষন পর নয়ন কে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

ছবি- আহত সাইফুদ্দিন নয়ন (স

এ বিষয়ে ব্যবসায়ী নয়ন রায়পুর থানায় বাকী বিল্লাহ সহ ৪জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে মামলার জন্য আবেদন করেন। তবে তৎক্ষনাত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউ কে গ্রেপ্তার করে নি। এ ব্যপারে থানা ইনচার্জ শিপন বড়ুয়া সাথে ফোনে আলাপ করলে তিনি জানান এ ব্যপারে তিনি ওয়াকিবহাল আছেন। তদন্ত শেষ হলে ব্যবস্থা গ্রহন করবেন।

স্থানীয় দের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সিসিটিভি ফুটেজে যেহেতু সব কিছু পরিষ্কার, তাহলে অভিযুক্তদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তারা আশংকা করছেন ঘুষ বানিজ্য করে আসল অপরাধিদের পুলিশ আড়াল করতে চাইছে।

মূঠোফোনের মাধ্যমে বাকী বিল্লাহর সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি সাংবাদকর্মীকে দেখে নিবেন বলে শাশিয়েছেন।

দ্বিতীয় দফার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

বুধবার নির্বাচন ভবনে কমিশনের ৮৬তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন। এছাড়াও জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৬ আসনেরও তারিখ ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ রেখে গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ করে ইসি। স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে গত ২০ সেপ্টেম্বর ১৬০টিতে ভোটগ্রহণ করা হয়। দ্বিতীয় ধাপে বুধবার ৮৪৮টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ৩১ শে আগষ্ট নোয়াখালী জেলা গোয়েন্দাশাখা ডিবি পুলিশ এক বিশেষ
অভিযানে ১২০ পিস ইয়াবাসহ সেনবাগ উপজেলার কাবিল পুর ইউনিয়নের
শায়েস্তানগর গ্রামের আকু আলী জমাদার বাড়ীর গোরফানের দোকানের সামনে
থেকে ঐ গ্রামের মোঃ সিরাজ মিয়ার পুত্র আবদুল আল নোমান (সেলিমকে)
গ্রেফতার করেছে। সে দীর্ঘদীন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সেনবাগ থানার মামলা নং-০১ ধারা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) রুজু করা হয়েছে। নোয়াখালী জেলা
গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয়
অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালীতে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

কোভিড-১৯ মহামারী করোনা মোকাবেলায় নোয়াখালী বেগমগঞ্জে সর্বস্তরের জনসাধারণকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহজ্ব মামুনুর রশীদ কিরন এমপির উদ্যাগে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন এর সেবামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়। তবে ব্যতিক্রমী এ সামাজিক সেবা কার্যক্রম পরিচলনায় সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে নোয়াখালী জেলার ছাত্রলীগ নেতাকর্মীরা।

জিহান আল রশীদ ও ছাত্রলীগ ভলেন্টিয়াররা

সেবামূলক এ কার্যক্রমটি উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিহান আল রশীদ। বৃহস্পতিবার  সকাল ১১ টায় বেগমগঞ্জের চৌরাস্তা সংলগ্ন শংকর মেডিকেলের সামনে অনলাইন ফ্রী টিকা রেজিস্ট্রেশন ক্যাম্প-২০২১ কার্যক্রমটি চালু করা হয়।ছাত্রলীগের বিনামূল্যে  এ সেবামূলক কার্যক্রমের ভূয়ংসী প্রশংসা করছে স্থানীয় জনগণ, এছাড়াও বিনামূল্যে ফ্রী রেজিষ্ট্রেশন করতে পারায় জনমনে দেখা গেছে প্রশান্তি। টিকার রেজিস্ট্রেশ করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। তাই এখানে বিনামূল্যে সেবা পেয়ে আনন্দিত তারা।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিহান আল রশীদ বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় ১৬ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সরকারের সংস্থাগুলোর পাশাপাশি বাংলাদেশের ছাত্রলীগ “ফ্রী অনলাইন রেজিস্ট্রেশন” এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।নোয়াখালীর সব মানুষ যতদিন ভ্যাকসিনের আওতায় না আসছে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বস্তরের মানুষকে এ সেবা দিবে নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিনামূল্যে ফ্রি রেজিষ্ট্রেশনের পূর্বেও কোভিড আক্রান্ত কেউ অক্সিজেন সংকটে পড়লে ছাত্রলীগের হট লাইন নাম্বারে ফোন করলেই বঙ্গমাতা অক্সিজেন ফ্রী তে পাবে রোগীরা। স্থানীয়দের মতে, ছাত্রলীগের এমন ব্যতিক্রম কার্যক্রমগুলো মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে। পাশাপাশি মাননীয় এমপি মহোদয় ও তার পরিবারের প্রতিও সাধারণ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে ।

বিজ্ঞাপন

https://www.facebook.com/101036355210290/posts/252082473439010/

নোয়াখালীর সুবর্ণচর বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ১১ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ

নোয়াখালীর সুবর্ণচরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ১১ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। বুধবার ভোর থেকে বিকেল পর্যন্ত পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শেখ ফরিদের ছেলে মহারাজ(৩০),আবদুল খালেকের ছেলে মো. রুবেল(২৩), জাকের হোসেনের ছেলে মো. সোহাগ(২২), বাগের হাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামের ইয়াসিন হাওলাদারের মেয়ে মাসুদা(২৭),ভোলা জেলার বেনুপিয়া বাজার এলাকার রাজু ফকিরের মেয়ে মনি বেগম(২৬), উপজেলার চর আমান উল্যাহ চরকাজী মোখলেস গ্রামের আবদুস সাত্তারের ছেলে আমিনুর রসূল রাজ্জাক(২৬),কবিরহাট উপজেলার জগদানান্দ গ্রামের আবু তাহেরের মেয়ে মায়মুনা আক্তার(২২),মোহাম্মদপুরের চর বায়েজিদের জামাল উদ্দিনের ছেলে মো. রিয়াজ((২২), চর জিয়া উদ্দিনের আলী আহম্মদ এর ছেলে আবুল কালাম মাঝি(৪০),চর জব্বার ইউনিয়নের মো. হানিফের ছেলে আহসান উল্যাহ (২৭),চরজুবিলীর দক্ষিণ চর মজিদ গ্রামেরমো. বেলাল হোসেনের ছেলে মো. আজমীর হোসেন(২৫)।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার!!

আন্তজেলা ডাকাত দলের ৬ ডাকাতকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত মিনি পিকআপ, কাটার মেশিন, ত্রিভুজ আকৃতির সাংকেতিক স্ট্যান্ড, রশি, তেরপাল ও ছুরি জব্দ করা হয়েছে। এ ডাকাতদলের সদস্যরা বিভিন্ন সড়ক-মহাসড়কে নানা কৌশলে পণ্যবাহী গাড়ী ও মালামাল লুট করে নিত।


বুধবার (২৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি জানান।
গ্রেফতারকৃত ৬ ডাকাত হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের মৃত
অজি উল্যাহ মাঝির ছেলে নিজাম উদ্দিন (৪৪), বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নুরনবীর
ছেলে মো. মানিক (২৬), বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্ত্মপুর গ্রামের মৃত
ইসমাইলের ছেলে মো. খোরশেদ আলম সোহাগ (৩০), চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার মৃত
ইমাম আলীর ছেলে মো. আলী আকবর (৬০), কুমিলস্না জেলার মনোহরগঞ্জ উপজেলার মৃত জাহের
আহম্মদের ছেলে নুরম্নল আলম (৫০) ও একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে শামছু আলম (৩৩)।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা
আন্ত্মজেলা ডাকাতদলের সদস্য। তারা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে সংঘবদ্ধভাবে বিভিন্ন জেলার
সড়ক-মহাসড়কে নানা কৌশলে ডাকাতি করে পণ্যবাহী গাড়ী ও মালামাল লুট করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরম্নদ্ধে বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে
একাধিক মামলা রয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫সন্ত্রাসীকে আটক করেছে। এসময় বিদেশী পিস্তলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়

গতকাল মঙ্গলবার (২৪ আগষ্ট) রাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুরের রফিক উল্যাহর ছেলে মো. রাসেদ (২৫), আবু সায়েদের ছেলে আব্দুস সালাম (২৪), সুলতানপুরের মোহাম্মদ আলীর ছেলে সাকিল(২৪), সুজন (২১) ও শাকিল (২২)।

পুলিশসূত্রে জানা যায়, একটি মামলার তদন্তে অভিযান চালিয়ে রাসেদ, সালাম ও সাকিলকে চট্টগ্রাম থেকে আটক করা হয় এবং তাদের দেয়া তথ্যমতে অপর দুই আসামিকে আটক করে তাদের বসতঘর থেকে, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, দুইটি দেশীয় তৈরি এলজি, চর রাউন্ড কার্তুজসহ দুইটি দেশীয় তৈরি পাইপগান এবং একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার উদ্ধার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

গ্রেনেড হামলার মাস্টার মাইন্ডতারেক জিয়ার বিচার দাবিতেমানববন্ধন

আবদুল মোতালেব বাবুল।। বি এন বি।।

২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়া ও সকল নেপথ্যের
পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি
পালিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল
প্রধান সড়কে সদর উপজেলা আওয়ামী লীগ এই মানববন্ধন কর্মসূচির
আয়োজন করে। ঘন্টাব্যাপী শহরের পৌর বাজার এলাকা থেকে পুরাতন
বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে পাঁচ সহস্রাধিক
আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহন করেন।
সদর উপজেলা আওয়ামীলীগের উদ্দেগ্যে মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য
রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন
শাহীন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড
ইউনিটের কমান্ডার মো. কামাল উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী
জেলা শাখার সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক আইন
বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির হিরো, সাবেক বিজ্ঞান ও
প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট জামান উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক
লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খান, সদর উপজেলা আওয়ামী
লীগের সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল ও ইন্দ্র ভূষণ সেন কান্তি।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন
বলেন, একাত্তর এবং পঁচাত্তরের খুনি চক্র আর আজকের বাংলাদেশের যারা
উন্নয়ন চাইনা, তারা হাওয়া ভবন থেকে তারেক জিয়ার নেতৃত্বে আব্দুস
সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পরিকল্পনা করে
গ্রেনেড হামলার মতো নারকীয় ঘটনা ঘটিয়েছে। ওই হামলায় যুক্ত করা
হয়েছে আধুনিক গ্রেনেড, যেটা সামরিক বাহিনীর কাছে থাকে।
পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে ওই গ্রেনেড ইনপোর্ট করে আমাদের
প্রিয় নেত্রী শেখ হাসিনাকে প্রাণে হত্যা করার জন্য ২০০৪ সালের ২১

আগস্টের ওই নারকীয় কর্মসূচি নেয়া হয়েছে। সেদিন আল্লাহর ইচ্ছায়
তিনি বেঁচে গেলেও তাঁর প্রধান দেহরক্ষী মাহবুব গ্রেনেড হামলায় শহীদ
হন। আহত হন শত শত নেতাকর্মী। পরবর্তীতে আহতদের মধ্যে মহিলা আওয়ামী
লীগ নেত্রী আইভী রহমানসহ অনেকেই শহীদ হয়েছেন।
গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে শিহাব
উদ্দিন শাহীন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক
জিয়াসহ সকল নেপথ্যের পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার
আজকে সময় এসেছে। আমরা চাই বাংলাদেশের প্রচলিত আইনে তারেক
জিয়া-খালেদা জিয়ার উত্তরসূরীরা যে নারকীয় ঘটনা ঘটিয়েছে, তাদের
সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদন্ড কার্যকর করা হোক।
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নোয়াখালী জেলা আওয়ামী লীগ
কার্যালয়ে তালা দিয়ে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতি শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে প্রতিবন্ধকতা
সৃষ্টি করেছে তাদেরও বিচার দাবি করেন শাহীন।
এরআগে সকাল থেকে জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিবাদ
মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে অবস্থান নেয় নেতাকর্মীরা।

নোয়াখালীর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক দু’দিন পর উদ্ধার,আটক ১


মুজাহিদুল ইসলাম সোহেল / বি এন বি।।

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে একদিনের এক নবজাতক শিশু চুরি হওয়ার  দু’দিন পর কবিরহাট থানার নতুন সাহাজি’র হাট এলাকা থেকে উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ।


 এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে  পুলিশ কবিরহাট উপজেলার জুলফিকার হায়দার সোহাগ (৪০) নামে এক ব্যক্তি কে  আটক করেন। সে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হালিমের ছেলে।একটি প্রাইভেট হাসপাতালের ম্যানেজার।
গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সাহাজির হাট বাজার এলাকার সোবহান মুন্সি বাড়ির আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ।

নবজাতক শিশুটি নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর মহল্লার মো. আবদুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগম দম্পতির ছেলে।

এর আগে, বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে এ নবজাতক চুরির ঘটনা ঘটে। 
জানা যায়, গত সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়েছে।

উল্লেখ্য,গত বুধবার রাতে নবজাতক শিশুর মা মোসাস্মৎ জুলেখা বেগম তার দুই দিন বয়সী শিশু সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ

দুর্দান্ত জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ করলো বাংলাদেশ। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানের বড়  ব্যবধানে হারিয়েছে  বাংলাদেশ। রান বিবেচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয় টাইগারদের। আর নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের বড় ব্যবধানে জয় বাংলাদেশের। 
শেষ ম্যাচ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজেই জয়ের স্বাদও পলো  টাইগাররা। 
পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। জবাবে ৩৮ বল বাকী থাকতে ৬২ রানে গুটিয়ে যায় অসিরা।

জয় দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সৌম্য সরকারের পরিবর্তে উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাইমের সাথে ইনিংস শুরু করেন মাহেদি হাসান। প্রথম ৪ ওভারে বাংলাদেশকে ৩৫ রান উপহার দেন নাইম-মাহেদি। এরমধ্যে নাইমের ১টি করে চার-ছক্কা ছিলো। মাহেদির ব্যাট থেকে আসে ২টি চার। 
পঞ্চম ওভারের তৃতীয় বলে দলীয় ৪২ রানে মাহেদিকে থামান অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন টার্নার। ১২ বলে ১৩ রান করেন মাহেদি। এই সিরিজে উদ্বোধনী জুটিতে এই ৪২ রানই বাংলাদেশ দলের  সর্বোচ্চ । 

এরপর সাকিব আল হাসানকে নিয়ে সতর্কতার সাথে দলের স্কোর বাড়ানোর পথেই হাচ্ছিলেন নাইম। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। নবম ও দশম ওভারে আউট হন নাইম-সাকিব। ১টি করে চার-ছক্কায় ২৩ বলে ২৩ রান করে ড্যান ক্রিস্টিয়ানের শিকার হন  নাইম। 
২০ বলে ১১ রান করে অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পার শিকার হন সাকিব। তার ইনিংসে কোন বাউন্ডারি বা ওভার বাউন্ডারি ছিলো না। 
শুরুটা ভালো হলেও, ৬০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ দূর করার চেষ্টা করেন ধারাবাহিক ব্যর্থতায় চার নম্বরে খেলতে নামা সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১২তম ওভারে জাম্পাকে ছক্কা মেরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু ১৪তম ওভারে থেমে যান মাহমুদুল্লাহ। ১৪ বলে ১৯ রান করে আগারের শিকার হন তিনি। সৌম্যর সাথে ২১ বলে ২৪ রান করেন টাইগার নেতা। 
অধিনায়কের বিদায়ের ওভারের শেষ বলে ছক্কা হাঁকান সৌম্য। পরের ওভারের চতুর্থ বলে বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। এতে আজ ভালো কিছু করার আত্মবিশ্বাস পান সৌম্য। কিন্তু দুর্ভাগ্য তার। ক্রিস্টিয়ানের পরের বলে থামতে হয় তাকে। ১৮ বলে ১৬ রান করেন তিনি। প্রথম চার ম্যাচে ১২ রান করেছিলেন এই বাঁ-হাতি। 
ছয় নম্বরে নামা উইকেটরক্ষক নুরুল হাসান সুবিধা করতে পারেননি। সিরিজের তৃতীয় ও নিজের অভিষেক ম্যাচে হ্যাট্টিক করা মিডিয়াম পেসার নাথান এলিস আউট করেন নুরুলকে। ১৩ বলে ৮ রান করেন তিনি। ১১০ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন নুরুল। তখন বাংলাদেশের ইনিংসের ১৪ বল বাকী ছিলো। 
অস্ট্রেলিয়ার বোলারদের দৃঢ়তায় শেষদিকে দ্রুত রান তুলতে পারেনি বাংলাদেশের লোয়ার-অর্ডার ব্যাটসম্যানরা। শেষ ১৪ বলে মাত্র ১২ রান তুলে বাংলাদেশ। এতে ৮ উইকেটে ১২২ রানের সংগ্রহ পায় টাইগাররা।
১১ বলে ১টি ছক্কায় ১০ রান করে এলিসের  দ্বিতীয় শিকার হন  আফিফ হোসেন। ৮ বলে ১টি চারে ৪ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। প্রথম ছয় বলে কোন রানই নিতে পারেননি মোসাদ্দেক। অস্ট্রেলিয়ার এলিস-ক্রিস্টিয়ান ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১২৩ রানের জবাবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া ইনিংসে নিজের প্রথম ও দ্বিতীয় ওভারে আঘাত হানেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ক্রিস্টিয়ান ৩   ও মিচেল মার্শ ৪ রান করে ফিরেন। 
১৭ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড ও বেন ম্যাকডারমট। কিন্তু এই জুটিতে ২১ রানের বেশি যোগ করতে দেননি সাকিব। ২২ রান করা ওয়েডকে থামান তিনি। 
ওয়েডের আউটের পর ধ্বস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। সাকিব-সাইফুদ্দিনের বোলিং তোপে ১২ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ,েশষ পর্যন্ত ১৩ দশমিক ৪ ওভারে ৬২ রানে অলআউট হয় অসিরা। টি-টুয়েন্টি ক্রিকেটে এটিই অস্ট্রেলিয়ার সর্বনি¤œ দলীয় রান।  
অস্ট্রেলিয়ানদের মধ্যে ওয়েডের পর কেবল  ম্যাকডারমটই দুই অংকের কোটা স্পর্শ করেছেন। ১৭ রান করেন তিনি। ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হওয়া  সাকিব ৯ রানে ৪টি ও সাইফউদ্দিন ১২ রানে ৩ উইকেট নেন। ৪ উইকেট নেয়ার পথে টি-টুয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে ১শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।    
স্কোর কার্ড : 
বাংলাদেশ ইনিংস :
মাহেদি হাসান ক আগার ব টার্নার ১৩
মোহাম্মদ নাইম ক আগার ব ক্রিস্টিয়ান ২৩
সাকিব আল হাসান এলবিডব্লু ব জাম্পা ১১
সৌম্য সরকার ক টার্নার ব ক্রিস্টিয়ান ১৬
মাহমুদুল্লাহ রিয়াদ ক এন্ড ব আগার ১৯
নুরুল হাসান বোল্ড ব এলিস ৮
আফিফ হোসেন ক মার্শ ব এলিস ১০
মোসাদ্দেক হোসেন অপরাজিত ৪
সাইফউদ্দিন রান আউট ০
মুস্তাফিজুর অপরাজিত ০
অতিরিক্ত (বা-৬, লে বা-১, ও-১১) ১৮
মোট (২০ ওভার, ৮ উইকেট) ১২২
উইকেট পতন : ১/৪২ (মাহেদি), ২/৫৭ (নাইম), ৩/৬০ (সাকিব), ৪/৮৪ (মাহমুদুল্লাহ), ৫/৯৬ (সৌম্য), ৬/১১০ (নুরুল), ৭/১১৪ (আফিফ), ৮/১১৮ (সাইফউদ্দিন)। 
অস্ট্রেলিয়া বোলিং :
অ্যাস্টন টার্নার : ২-০-১৬-১ (ও-৩),
অ্যাস্টন আগার : ৪-০-২৮-১ (ও-১), 
এডাম জাম্পা : ৪-০-২৪-১ (ও-১),
নাথান এলিস : ৪-০-১৬-২ (ও-১), 
ক্রিস্টিয়ান : ৪-০-১৭-২ (নো-১),
সুইপসন : ২-০-১৪-০।
অস্ট্রেলিয়া ইনিংস :
ডেন ক্রিস্টিয়ান বোল্ড ব নাসুম ৩
ম্যাথু ওয়েড বোল্ড ব সাকিব ২২
মিচেল মার্শ এলবিডব্লু ব নাসুম ৪
বেন ম্যাকডারমট ক এন্ড ব মাহমুদুল্লাহ ১৭
অ্যালেক্স ক্যারি বোল্ড সাইফউদ্দিন ৩
মইসেস হেনরিক্স ক নুরুল ব সাইফউদ্দিন ৩
অ্যাস্টন টার্নার ক মাহমুদুল্লাহ ব সাকিব ১ 
অ্যাস্টন আগার বোল্ড ব সাইফউদ্দিন ২
এলিস বোল্ড ব সাকিব ১
সুইপসন অপরাজিত ১
জাম্পা ক মাহমুদুল্লাহ ব সাকিব ৪
অতিরিক্ত (লে বা-১) ১
মোট (১৩,৪ ওভার, অলআউট) ৬২
উইকেট পতন : ১/৩ (ক্রিস্টিয়ান), ২/১৭ (মার্শ), ৩/৩৮ (ওয়েড), ৪/৪৮ (ম্যাকডারমট), ৫/৫৩ (ক্যারি), ৬/৫৪ (হেনরিক্স), ৭/৫৪ (টার্নার), ৮/৫৬ (আগার), ৯/৫৮ (এলিস), ১০/৬২ (জাম্পা)।  
বাংলাদেশ বোলিং :
মাহেদি হাসান : ৩-০-২০-০,
নাসুম আহমেদ : ২-০-৮-২ (ও-১),
মুস্তাফিজুর রহমান : ১-০-৩-০,
মোহাম্মদ সাইফউদ্দিন : ৩-০-১২-৩,
সাকিব আল হাসান : ৩.৪-১-৯-৪ (ও-১),
মাহমুদুল্লাহ রিয়াদ : ১-০-৯-১।
ফল : বাংলাদেশ ৬০ রানে জয়ী। 
ম্যাচ সেরা : সাকিব আল হাসান (বাংলাদেশ)। 
সিরিজ সেরা :সাকিব আল হাসান  (বাংলাদেশ)। 
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

নোয়াখালীতে বেগম মুজিবের জন্মদিন উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

নোয়াখালীর সেনবাগ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে সেনবাগ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা।
রোববার (৮ আগস্ট) দুপুরে সেনবাগ উপজেলা পরিষদ সম্মেলন সভা কক্ষে সহকারী কমিশনার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার।
 বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা, স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রেজিয়া বেগম বকুল ও  মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সফি উল্লাহ,সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান,সেক্রেটারী মাজেদুল হক তানভিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মর শান্তি কামনায় মাহফিল ও ৭জন বেকার যুব মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ফেনীতে গণটিকা গ্রহণে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া

ফেনীতে বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে করোনা টিকা গ্রহণ করেছে সাধারণ মানুষ।গণটিকা গ্রহণে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক সাড়া। শনিবার (০৭ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গণটিকা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফেনী—২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, সিভিল সার্জন ডা: রফিক-উস সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রম্ন মারমা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলার সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার করিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর খালেদ খান, সাবেক কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌস আরা ঝর্ণা প্রমুখ।

ফেনী পৌর এলাকায় পৌরসভার মেয়র প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,একটি করে পানির বোতল ও বিস্কুট প্রদান করছেন।
জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, ফেনীতে এ পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৭৮ হাজার ৮৯ জন ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৩৭ হাজার ৫শ ৯৮ জন।

জেলার প্রত্যন্ত অঞ্চলে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে নিয়োজিত আছেন রেড ক্রিসেন্ট ও সহায় এর স্বেচ্ছাসেবক এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের যুবলীগ—ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে ফেনীতে ছয়টি উপজেলা, ৫টি পৌরসভায় ১৪০টি বুথে নিরাপদে—নির্বিঘ্নে টিকা গ্রহণ করছে সাধারণ মানুষজন। এছাড়া পূর্ব নির্ধারিত হাসপাতালে নিবন্ধিত ব্যক্তিদের যথানিয়মে প্রতিদিন টিকা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

পলাশের পক্ষে সচেতন নাগরিক সমাজের  সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত 

আজ ০৭ আগস্ট ২০২১ ইং  রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ  কামরুজ্জামান পলাশের বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফেসবুকে ও বিভিন্ন গণমাধ্যমে  অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিক সমাজে মগুয়া বাজারে  এক সাংবাদিক সম্মেলন  করে । 
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর দাখিল মাদ্রাসার সুপার  মাওলানা মজিবুল হক। সঞ্চালনায় ছিলেন ঢাকা ব্যবসায়ী গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য রাসেল হোসেন রাজ , ৪নং কাদরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশিকুল হক চৌধুরী, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল্লা চৌধুরী।  
সাংবাদিক সম্মেলনে  বক্তারা বলেন- মোঃ কামরুজ্জামান  পলাশ ৪ নং কাদরা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি এবং ২০১৬ সালের নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তি হিসাবে নির্বাচিত চেয়ারম্যান। নির্বাচনে পরাজিত শত্রুরা পলাশকে এলাকায় সামাজিক ভাবে  হেয় করার জন্য বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তকর তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা নাগরিক সমাজের পক্ষ হতে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নিয়োগের ব্যপারে দালাল চক্রের সাহায্য নিয়ে প্রতারিত হবেন না- জেলা প্রশাসক, নোয়াখালী।

জনাব খোরশেদ আলম, জেলা প্রশাসক নোয়াখালী।

দালাল চক্রের হাত ধরে প্রতারণার শিকার হচ্ছেন চাকরি প্রত্যাশি অনেক মানুষ। দালালদের খপ্পরে পরে সর্বস্ব হারাচ্ছেন চাকরি প্রত্যাশিরা, এমন অভিযোগের ভিত্তিতে জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব খোরশেদ আলম। এক ফেইসবুক স্টেটাস এ তিনি লিখেন,

প্রিয় নোয়াখালীবাসী,
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউজ, নোয়াখালীতে বিভিন্ন পদে আসন্ন নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এক শ্রেণির দালাল চক্র বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে কাগজপত্র ঠিক করা ও মেডিকেল পরীক্ষার নামে অবৈধভাবে টাকা চাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। চাকরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। চাকরিপ্রার্থীদের কাছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কেউ টাকা চাইলে, তার নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ 01705401000 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অর্ধ শতাধিক পত্রিকা বিতরণ কর্মীদের মাঝে ফেনী পৌরসভার উপহার সামগ্রী বিতরণ 

 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে ফেনীতে প্রায় অর্ধশতাধিক পত্রিকা বিতরণ কর্মীদের (হকার) মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ফেনী পৌরসভা। 
শুক্রবার (০৬ আগস্ট) বিকালে ফেনী পৌরসভা চত্ত্বরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সহযোগিতায় আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এতে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার প্রমুখ।অনুষ্ঠানে জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুলহাস তালুকদার,সাবেক সভাপতি মোস্তফা কামাল বুলবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব সহ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পূর্বের ন্যায় চলমান লকডাউনে সরকারের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ চলমান রয়েছে।আগামীতেও ফেনী পৌরসভার পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে চাল,ডাল,আলু, তেল,সাবান,স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী  ইত্যাদি।

Design a site like this with WordPress.com
Get started