


চৌধুরী মোহাম্মদ মহসীন মানিকঃ ৬ফেব্রুয়ারী,গরীব মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই, বলেছেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।তিনি আজ ১০নং নরোত্তম পুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে নৌকার জন্য ভোট দাবি করেন।
বিকেল তিনটায় আলহাজ্ব মামুনুর রশীদ কিরন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উৎসব মূখর পরিবেশে ইউনিয়ন পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ১০নং নরোত্তম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বাচ্চু।সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা মোল্লা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ এবিএম জাফরুল্লাহ,চৌমুহনী পৌরসভার নব নির্বাচিত মেয়র খালেদ সাইফুল্লাহ, নুরনবী টিপু।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এবিএম জাফরুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা আওয়ামী লীগের সদস্য সফিউল আজম পিন্টু,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না,ভিপি মেসবাহ উদ্দিন টুটুল,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মাসুম,সাবেক উপজেলা যুবলীগ সভাপতি জহির উদ্দিন জহির,মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল, আলহাজ্ব আব্দুল গফুর প্রমুখ।
সভায় বিএনপি নেতা শেখ জাফরের নেতৃত্বে তিন শতাধিক নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

