কোম্পানিগঞ্জ উপজেলা -ওবায়দুল কাদেরের সহকারী নুরুল করিম জুয়েলের বিরুদ্ধে লুটপাট সহ নানান ধরনের অনিয়মের অভিযোগ

মঞ্জুরুল ইসলাম মঞ্জু-
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদার ছেলে নুরুল করিম জুয়েলের বিরুদ্ধে সারা দেশ থেকে ওবায়দুল কাদেরের নাম বিক্রি করে টাকা হাতিয়ে নিয়ে লুটপাট করা সহ নানান অনিয়মের অভিযোগ তুলছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা গতকাল সন্ধ্যা তার ফেইজবুক লাইভে এসে নুরুল করিম জুয়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন এ জুয়েলরা মন্ত্রী ওবায়দুল কাদেরের নাম বিক্রি করে সারাদেশের কন্টাক্টার ও বড়ো বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হতিয়ে নিচ্ছে, এ সময় তিনি উদাহরন দিয়ে বলেন নরুল করিম জুয়েলরা সারাদেশের ব্যবসায়ী নেতা যেমন মডার্নের আনোয়ার খানদের মতো বড়ো বড়ো ব্যবসায়ীদের থেকেও মন্ত্রীর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে লুটপাট করে খাচ্ছে ।

মেয়র আবদুল কাদের মির্জা এময় আরো বলেন শেখ হাসিনা, ওবায়দুল কাদেরেরা মন্ত্রী এমপি বানানো লাগেনা এ জুয়েলরা সারাদেশে নেতাদের মন্ত্রী,এমপি বানিয়ে পেলে, তারা আমাদেরকে বুঝায় গতকাল কালকে মন্ত্রীর সাথে কথা হইছে মন্ত্রী আপনার কথা ভালো বলছে, সাহাব উদ্দিন সাহেবের মতো লোকদেরও তারা এসব বুঝায়, এমনকি সারাদেশ থেকে ওবায়দুল কাদেরের কথা বলে টাকা কালেকশন করে।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তোমরা জুয়েলদের পিটানোর দরকার নেই, যেখানে পাও জুয়েলদের ধরে পুলিশের হাতে দাও। আমি দেখবো মন্ত্রী এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন।

উল্লেখ্য মেয়র আবদুল কাদের মির্জা তার ফেইজবুক লাইভে এসয়ম অরো অনেকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেন।

নুরুল করিম জুয়েলের বিরুদ্ধে মেয়র আবদুল কাদের মির্জার অভিযোগের সত্যতা জানতে যোগাযোগ করা হলে নুরুল করিম জুয়েল বলেন এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই উনি আমাদের নেতা।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started