কোম্পানীগঞ্জে কাদের মির্জার আন্দোলনের মুখে থানায় এবার পুলিশ বন্দি

ব্রেকিং নিউজ বিডিঃ ডিসি এসপি ওসির প্রত্যাহার ও যুবলীগ নেতা ফখরুল ইসলাম সবুজ বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের গ্রেফতার দাবিতে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে ৫শতাদিক ছাত্রলীগের সাবেক বর্তমান নেতাদের কে নিয়ে কোম্পানীগঞ্জে থানা ঘেরাও। রাত ৯টা থেকে অনির্দিষ্ট সময় এর কর্মসূচী ঘোষণা।
ডিসি ,এসপি ,ওসি প্রত্যাহার ,বাদল ,সবুজ ,রাহাতকে গ্রেফতারের দাবীতে – কাদের মির্জার আন্দোলনের মুখে থানায় এবার পুলিশ বন্দি ।বসুরহাটের ঔষধ ও খাবার দোকান ছাড়া সকল দোকান পাট যানবাহন চলাচল বন্ধ । ১৬ তারিখ সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগ‘র নেতা কর্মীরা থানা ঘেরাও করে রেখেছে । বসুরহাটসহ কোম্পানীগঞ্জ অচল অবস্থায় ।ওবায়দুল কাদের নিশ্চুপ !






