প্যানেল মেয়র নির্বাচিত হলেন তরুন কাউন্সিলর তাকিব উদ্দিন চৌধুরী রাকিব

তাকিব উদ্দিন চৌধুরী রাকিব ও মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ

চৌমুহনী পৌরসভা নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে বিপুল ভোটে বিজয়ী, সর্ব-কনিষ্ঠ কাউন্সিলর,  সৎ, যোগ্য, তরুন কাউন্সিলর তাকিব উদ্দিন চৌধুরী রাকিব এবার প্যানেল মেয়র নির্বাচিত হলেন। আজ সকাল ১০টা নাগাদ চৌমুহনী পৌরসভায় মেয়র কক্ষে সকল কাউন্সিলরদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত নির্বাচিত কাউন্সিলরদের সামনে প্যানেল মেয়র সিলেকশন এর প্রস্তাব করা হয়। পরবর্তীতে সবার সম্মতি ক্রমে নির্বাচনের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচন করার জন্য সিদ্ধান্তে উপনীত হন। বিকাল ৩ ঘটিকায় মেয়র , পৌরসভার সচিব, প্রধান প্রকৌশলীর উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা জল্পনা শেষে  বিকেল ৩.৩০মিনিটে মেয়র মহোদয় ফলাফল প্রকাশ করেন। সকল কাউন্সিলরগণ তাদের সারথী তাকিব উদ্দিন চৌধুরী রাকিব  এর উপর আস্থা রেখে প্যানেল মেয়র নির্বাচন করেন। এবিষয়ে রাকিব ব্রেকিং নিউজ বিডি কে জানান, আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা আমার উপর আস্থা রেখেছেন, আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। আমি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় মেয়র মহোদয় জনাব আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ (এম,কম) এর প্রতি। আরো কৃতজ্ঞতা জানাই এম,পি মহোদয় জনাব আলহাজ্ব মামুনুর রশিদ কিরন এর প্রতি। দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারি। ব্রেকিং নিউজ বিডি’র পক্ষ থেকে তাকিব উদ্দিন চৌধুরী রাকিব কে অভিন্দন।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started