করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন চৌমুহনী পৌর মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ

বৈশ্বিক মহামারি কোভিট-১৯ এর নতুন ঢেউ মোকাবেলায় করোনা ভাইরাস প্রতিরোধক সরঞ্জাম বিতরণ করেন চৌমুহনী পৌরসভা সভার মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ

গতকাল পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে করোনার স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন নিজ হাতে। এ সময় পৌরসভার প্রায় ১১২টি মসজিদের জন্য মাস্ক,১২ টি করে সাবান, হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অসহায়,গরীব, পথচারী ও সাধারণ মানুষদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২নং নাজিরপুর এলাকার কাউন্সিলর তাকিব উদ্দিন চৌধুরী রাকিব, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর নেতাকর্মীরা।

বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ । প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেকে। করোনা প্রতিরোধ করতে সচেতনা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি বলে জানান প্যানেল মেয়র তাকিব উদ্দিন চৌধুরী রাকিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডাকে সাড়া দিয়ে, ” সবাই মিলে মাস্ক পরি,করোনামুক্ত বাংলাদেশ গড়ি” এ স্লোগান কে সামনে রেখে করোনার নতুন ঢেউ আটকে দেয়ার লক্ষে এমন কর্মসূচী অব্যহত থাকবে বলে জানান পৌর মেয়র। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব- মাস্ক ছাড়া কেউ যাতে বাইরে না যায়, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং প্রত্যেকটি সভা বা সিম্পোজিয়াম, সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা সামাজিক দূরত্ব মেনে করতে হবে। যতদূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে। ঘরের মধ্যে করলে করোনার প্রাদুর্ভাব আরও বেশি দেখা দেয়। 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সরঞ্জাম বিতরণ এবং এর ব্যবহার নিশ্চিত করতে সকল প্রকার প্রচারণা অব্যাহত রাখা হবে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started