অন্যায়ের প্রতিবাদ করায় ভাতিজাকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে চাচ্ছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন

কামরুল ইসলামঃ
সেনবাগ উপজেলার, ৭নং মোহম্মদপুর ইউনিয়নের দঃ রাজারামপুর গ্রামের ‘গোরফান মেম্বার বাড়ি’তে জায়গা সম্পত্তির জের ধরে বাদী মোঃ সাইফুল ইসলাম সৌরভ (সম্পর্কে ভাতিজা) বিবাদী ১/ মোঃ আবুল খায়ের (চাচা) ও ২/ মোঃ আবুল হোসেন (জেঠা) এর বিরুদ্ধে দীর্ঘদিনের অন্যায় অত্যাচারের বর্ণনা তুলে ধরে পাওনা বুঝিয়ে দিচ্ছে না বলে অভিযোগ করেন। তিনি জানান এনারা তাদের মেজো ভাই আবুল কালাম (বাদীর পিতা) এর উপর অন্যায় অত্যাচার করেছেন এবং এনারা তাদের অপর ভাই-বোনদের সম্পত্তি আত্মসাৎ করতে চান। এর পরিপ্রেক্ষিতে জেঠা আবুল হোসেন সাধারণ ডায়রিতে লিখেছেন “অামি চট্টগ্রামে অাসার জন্য প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠতে গেলে সৌরভের মা তাকে বলে- চলে যাচ্ছে, অাটকা” যা ওনার একটি অবান্তর কল্পনাপ্রসূত মিথ্যা অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বাড়ির লোকেরা জানান, তার মা রাস্তায় ছিলেন না। তাহলে কিভাবে তিনি, অর্থাৎ সৌরভে মা বাড়িতে উপস্থিত থেকে রাস্তায় সৌরভকে অাদেশ দিলেন? এটি একটি মিথ্যা অভিযোগ ও পূর্বের নিজের অন্যায় অাচরণকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মত করতে চেয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব আবুল হোসেন। উল্লেখ্য, ওই দিনে তিনি ভাই-বোনদের জায়গা-সম্পদ বুঝিয়ে না দিয়ে নিজের অংশ বিক্রি করে টাকা নিয়ে চলে যাচ্ছিলেন বলে ওনার বড় বোনের ছেলেরা ওনাকে থেকে গিয়ে সমাধান করার জন্য বলেন। সৌরভ বলেন, ‘ আমি আমার জেঠাকে আত্মীয়তার স্থান থেকে বাড়িতে থেকে গিয়ে আমার আব্বার সাথে মিলে যেতে বলি এবং আমাদের ফুফুদের সাথে মিটমাট করে যেতে বলি কিন্তু তিনি কোনভাবেই থাকতে চাননি বরং তিনি আমাদেরকে বাদ দিয়ে ওনার এক অংশ সম্পত্তির মূল্য নির্ধারণ করে গোবিন্দপুরস্থিত অপর এক অংশ বিক্রয়বকরে টাকা নিয়ে চলে যাচ্ছিলেন’।

