
এমপি মামুনুর রশিদ কিরন (ডানে) ও তার পুত্র জিহান আল রশিদ (বায়ে)
আবু রায়হান সরকারঃ
নোয়াখালীর লৌহমানব ও মানবতার ফেরিওয়ালা নোয়াখালী-৩ আসনের পরপর দুইবার জনপ্রিয় সংসদ সদস্য বেগমগঞ্জের মানুষের হৃদয়ের স্পন্দন ও ভালোবাসার মুর্তপ্রতীক,বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,আধুনিক বেগমগঞ্জের রুপকার,গ্লোব ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক,কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর আস্থার প্রতীক,জননন্দিত আলহাজ্জ্ব মামুনুর রশীদ কিরন এমপি ও গ্লোব পরিবারের সকল সদস্যদের সুস্থ কামনায় বেগমগঞ্জ তথা নোয়াখালীর মসজিদে মসজিদে ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে পবিত্র মাহে রমজানের জুমার নামাজ পর দোয়া করা হয়।প্রিয় ব্যক্তিদের সুস্থ কামনায় মহান রাব্বুল আলামিনের প্রতি মোনাজাত করেন স্থানীয় মসজিদগুলোর ইমামরা।
শুক্রবার বাদ জুমায় স্থানীয় মুসল্লীর সাথে সকল পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,(৭ এপ্রিল) বুধবারে করোনার বিষয়টি নিশ্চিত করেন এমপির বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জিহান আল রশিদ।তিনি বলেন, বাবার কোভিড-১৯ রিপোর্ট আবার পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি।আল্লাহর রহমতে,মানুষের দোয়ায় আমরা শারীরিকভাবে সুস্থ আছি।বাবার সুস্থতার জন্য বেগমগঞ্জবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।


