গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে করোনায় শাটডাউন কার্যকর করার লক্ষে সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা, তাঁর সঙ্গীয় ফোর্স, আনসার বাহিনীর সদস্য ও স্হানীয় সাংবাদিকগণের উপস্থিতিতে ১নং ছাতারপাইয়া,২নং কেশারপাড়, ৩নং ডমুরুয়া ইউনিয়নের সংশ্লিষ্ট বাজার এবং গুরুত্বপূর্ণ স্হানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শাটডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ১১ টি মামলায় ৯,৪০০/= জরিমানা আদায় করেন। এসময় একটি মসজিদের মুসল্লী নামাজ শেষে মসজিদের বাহিরে আসলে মাক্স বিহীন থাকায় সতর্ক করে মাক্স বিতরণ করে।
সেনবাগে শাটডাউনে বিধি নিষেধ অমান্য, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


