মঞ্জুরুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বসুরহাটমুখী নেতাদের তালিকায় এবার নাম লেখালেন মাইজদী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল ও চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ফয়সল
……………………………………………..
আজ ৩রা জুলাই দুপুরে বসুরহাট পৌরসভার মেয়র জনাব আবদুল কাদের মির্জার সাথে পৌরসভা অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র জনাব আকতার হোসেন ফয়সল এবং একদিন আগে দেখা করেন সদর নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল । বসুরহাটমুখী নেতাদের তালিকায় এবার নাম লেখালেন তারা। রাজনৈতিক নেতাদের অনেকে মনে করেন যে, নোয়াখালীর রাজনীতির মেরুকরণের লক্ষ্য নিয়ে মিলিত হয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, কাদের মির্জার উপর ভর করে তারা আবার ক্ষমতায় আসতে চান এরা। তবে এব্যাপারে আক্তার হোসেন ফয়সাল বা শহিদুল্লাহ খান সোহেলের কোন মন্তব্য পাওয়া যায় নি।
বসুরহাটমুখী নেতাদের তালিকায় এবার নাম লেখালেন মাইজদী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল ও চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ফয়সল



