
অনুপ সিংহ, সোনাইমুড়ী (নোয়াখালী)
নোয়াখালীর সোনাইমুড়ীতে পৌর মহাশ্বশ্মানের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
১৭ শতাংশ জায়গায় নিয়ে হিন্দু সম্প্রদায়ের মৃত ব্যক্তির শেষ ঠিকানা মহাশ্মশান নির্মাণ কাজ শুরু করেন , যার ৪ শতাংশ জায়গা দান করলেন সোনাইমুড়ী গ্রামের মৃত মজিবুল হকের পুত্র বৃদ্ধ ছিদ্দিক মিয়া। সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী এ শ্বশ্মানের নির্মাণ কাজ উদ্বোধন করেন। ২০০৮ সাল থেকেই মহাশ্মশান প্রস্তুত করার লক্ষ্যে কমিটি গঠন করেন কিন্তু সরকারি কোন সহযোগিতা বা জায়গাটি পরিসরে ছোট হওয়ার কারণে তা প্রস্তুত করা সম্ভব হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র ভিপি নুরুল হক চৌধুরী বলেন মানুষের শেষ ঠিকানা তার ধর্মের রীতি অনুযায়ী কবর বা শ্মশানে সমাধিত করতে হয়, হিন্দুদের মৃত ব্যক্তির সমাধিত করার জন্য পৌর এলাকায় কোন মহাশ্মশান না থাকায় মানুষ বিপাকে পড়ে, সমাধিত করতে অন্য উপজেলায় যেতে হয়, তিনি আহ্বান করেন সরকারি তহবিল থেকে বরাদ্দ ও বিত্তবানদের এগিয়ে এসে এই মহৎ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার। এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভার কাউন্সিলর জহিরুল ইসলাম ভুঁইয়া, জসিম উদ্দিন, হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রতিত বন্ধু দেবনাথ, হিন্দু ধর্মীয় নেতা মতিলাল সাহা, মনিন্দ্র মাষ্টার, গোপাল চন্দ্র শীল, সোনাইমুড়ী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিপংকর চক্রবর্তী, সোনাইমুড়ী কালী বাড়ি দেবালয় সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, ছাত্র যুব ঐক্য পরিষদের সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক হৃদয় হরন বৈষ্ণবসহ কমিটির সদস্য বৃন্দ ।

