বিদেশগামী বাংলাদেশি কর্মীদের করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে টিকা নেওয়ার ক্ষেত্রে দুই দফা নিবন্ধন কার্যক্রমের প্রথমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) এবং পরে স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষা অ্যাপসে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর টিকা দেওয়ার মেসেজ আসবে। এই মেসজ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এই সাত কেন্দ্রে গেলে সেখান থেকে টিকা নিতে হবে।