নোয়াখালীতে এমপি একরামের উদ্যোগে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক উদ্বোধন

এমপি একরামের উদ্যোগে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক উদ্বোধন কালে

নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে করোনায় শ্বাসকষ্টে থাকা রোগীদের জন্য ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ চালু হয়েছে। জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে পরিচালিত হবে এই অক্সিজেন ব্যাংক। এখন থেকে হট লাইনে ফোন দিলেই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিবে ছাত্রলীগ কর্মীরা। ১৪ জুলাই ২০২১ রোজ বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এ অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন করেন। এ সময় অক্সিজেন ব্যাংকের মাধ্যমে মানুষের মাঝে বিতরণের জন্য দুই লক্ষ সার্জিক্যাল মাক্স দেন সাংসদ একরামুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ একরারমুল করিম চৌধুরী জানান, এ অক্সিজেন ব্যাংকে প্রাথমিক ভাবে ৫০টি সিলিন্ডার থাকবে। প্রয়োজনে আরো সিলিন্ডার সংযোজন হবে। এটি পরিচালনা করবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। জেলার গরীব অসহায় করোনা রোগীরা এ অক্সিজেন ব্যাংকের সুবিধা পাবেন। একই সঙ্গে ছাত্রলীগ বিভিন্ন স্থানে নিয়মিত মাক্স বিতরণ করবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানসহ অনেকে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started