জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি শতাধিক পদে মোট ৬২৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২১।
বেতন ও পদের বিবরণ
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১ থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ দেওয়া হবে ৫৮৩ জন। আর বিশেষ আর্মি অর্ডার ২০১৮ অনুযায়ী নিয়োগ পাবেন ৪৫ জন।
বয়সসীমা
আগ্রহীদের বয়স ৩১ আগস্ট, ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম ও নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত জানতে https://www.army.mil.bd/Job-Circulation-Details/span-stylecolor-333333-fontfamily-trebuchet-ms-arial-helvetica-sansserif-fontsize-14px-textalign-justify-backgroundcolor-f7f7f7job-circularspan-22
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীতে নিয়োগের জন্য দালাল বা প্রতারক থেকে সতর্ক থাকতে হবে। কেউ যদি নিয়োগের জন্য টাকা লেনদেনের প্রস্তাব দেয়, তাকে নিকটস্থ আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করতেও বলা হয়েছে।

শতাধিক পদে জনবল নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

