
দালাল চক্রের হাত ধরে প্রতারণার শিকার হচ্ছেন চাকরি প্রত্যাশি অনেক মানুষ। দালালদের খপ্পরে পরে সর্বস্ব হারাচ্ছেন চাকরি প্রত্যাশিরা, এমন অভিযোগের ভিত্তিতে জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব খোরশেদ আলম। এক ফেইসবুক স্টেটাস এ তিনি লিখেন,
প্রিয় নোয়াখালীবাসী,
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউজ, নোয়াখালীতে বিভিন্ন পদে আসন্ন নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এক শ্রেণির দালাল চক্র বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে কাগজপত্র ঠিক করা ও মেডিকেল পরীক্ষার নামে অবৈধভাবে টাকা চাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। চাকরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। চাকরিপ্রার্থীদের কাছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কেউ টাকা চাইলে, তার নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ 01705401000 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

