ফেনীতে গণটিকা গ্রহণে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া

ফেনীতে বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে করোনা টিকা গ্রহণ করেছে সাধারণ মানুষ।গণটিকা গ্রহণে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক সাড়া। শনিবার (০৭ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গণটিকা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফেনী—২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, সিভিল সার্জন ডা: রফিক-উস সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রম্ন মারমা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলার সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার করিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর খালেদ খান, সাবেক কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌস আরা ঝর্ণা প্রমুখ।

ফেনী পৌর এলাকায় পৌরসভার মেয়র প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,একটি করে পানির বোতল ও বিস্কুট প্রদান করছেন।
জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, ফেনীতে এ পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৭৮ হাজার ৮৯ জন ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৩৭ হাজার ৫শ ৯৮ জন।

জেলার প্রত্যন্ত অঞ্চলে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে নিয়োজিত আছেন রেড ক্রিসেন্ট ও সহায় এর স্বেচ্ছাসেবক এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের যুবলীগ—ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে ফেনীতে ছয়টি উপজেলা, ৫টি পৌরসভায় ১৪০টি বুথে নিরাপদে—নির্বিঘ্নে টিকা গ্রহণ করছে সাধারণ মানুষজন। এছাড়া পূর্ব নির্ধারিত হাসপাতালে নিবন্ধিত ব্যক্তিদের যথানিয়মে প্রতিদিন টিকা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started