আন্তজেলা ডাকাত দলের ৬ ডাকাতকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত মিনি পিকআপ, কাটার মেশিন, ত্রিভুজ আকৃতির সাংকেতিক স্ট্যান্ড, রশি, তেরপাল ও ছুরি জব্দ করা হয়েছে। এ ডাকাতদলের সদস্যরা বিভিন্ন সড়ক-মহাসড়কে নানা কৌশলে পণ্যবাহী গাড়ী ও মালামাল লুট করে নিত।
।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি জানান।
গ্রেফতারকৃত ৬ ডাকাত হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের মৃত
অজি উল্যাহ মাঝির ছেলে নিজাম উদ্দিন (৪৪), বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নুরনবীর
ছেলে মো. মানিক (২৬), বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্ত্মপুর গ্রামের মৃত
ইসমাইলের ছেলে মো. খোরশেদ আলম সোহাগ (৩০), চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার মৃত
ইমাম আলীর ছেলে মো. আলী আকবর (৬০), কুমিলস্না জেলার মনোহরগঞ্জ উপজেলার মৃত জাহের
আহম্মদের ছেলে নুরম্নল আলম (৫০) ও একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে শামছু আলম (৩৩)।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা
আন্ত্মজেলা ডাকাতদলের সদস্য। তারা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে সংঘবদ্ধভাবে বিভিন্ন জেলার
সড়ক-মহাসড়কে নানা কৌশলে ডাকাতি করে পণ্যবাহী গাড়ী ও মালামাল লুট করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরম্নদ্ধে বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে
একাধিক মামলা রয়েছে।

