নোয়াখালীর সুবর্ণচর বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ১১ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ

নোয়াখালীর সুবর্ণচরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ১১ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। বুধবার ভোর থেকে বিকেল পর্যন্ত পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শেখ ফরিদের ছেলে মহারাজ(৩০),আবদুল খালেকের ছেলে মো. রুবেল(২৩), জাকের হোসেনের ছেলে মো. সোহাগ(২২), বাগের হাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামের ইয়াসিন হাওলাদারের মেয়ে মাসুদা(২৭),ভোলা জেলার বেনুপিয়া বাজার এলাকার রাজু ফকিরের মেয়ে মনি বেগম(২৬), উপজেলার চর আমান উল্যাহ চরকাজী মোখলেস গ্রামের আবদুস সাত্তারের ছেলে আমিনুর রসূল রাজ্জাক(২৬),কবিরহাট উপজেলার জগদানান্দ গ্রামের আবু তাহেরের মেয়ে মায়মুনা আক্তার(২২),মোহাম্মদপুরের চর বায়েজিদের জামাল উদ্দিনের ছেলে মো. রিয়াজ((২২), চর জিয়া উদ্দিনের আলী আহম্মদ এর ছেলে আবুল কালাম মাঝি(৪০),চর জব্বার ইউনিয়নের মো. হানিফের ছেলে আহসান উল্যাহ (২৭),চরজুবিলীর দক্ষিণ চর মজিদ গ্রামেরমো. বেলাল হোসেনের ছেলে মো. আজমীর হোসেন(২৫)।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started