নোয়াখালীতে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

কোভিড-১৯ মহামারী করোনা মোকাবেলায় নোয়াখালী বেগমগঞ্জে সর্বস্তরের জনসাধারণকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহজ্ব মামুনুর রশীদ কিরন এমপির উদ্যাগে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন এর সেবামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়। তবে ব্যতিক্রমী এ সামাজিক সেবা কার্যক্রম পরিচলনায় সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে নোয়াখালী জেলার ছাত্রলীগ নেতাকর্মীরা।

জিহান আল রশীদ ও ছাত্রলীগ ভলেন্টিয়াররা

সেবামূলক এ কার্যক্রমটি উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিহান আল রশীদ। বৃহস্পতিবার  সকাল ১১ টায় বেগমগঞ্জের চৌরাস্তা সংলগ্ন শংকর মেডিকেলের সামনে অনলাইন ফ্রী টিকা রেজিস্ট্রেশন ক্যাম্প-২০২১ কার্যক্রমটি চালু করা হয়।ছাত্রলীগের বিনামূল্যে  এ সেবামূলক কার্যক্রমের ভূয়ংসী প্রশংসা করছে স্থানীয় জনগণ, এছাড়াও বিনামূল্যে ফ্রী রেজিষ্ট্রেশন করতে পারায় জনমনে দেখা গেছে প্রশান্তি। টিকার রেজিস্ট্রেশ করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। তাই এখানে বিনামূল্যে সেবা পেয়ে আনন্দিত তারা।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিহান আল রশীদ বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় ১৬ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সরকারের সংস্থাগুলোর পাশাপাশি বাংলাদেশের ছাত্রলীগ “ফ্রী অনলাইন রেজিস্ট্রেশন” এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।নোয়াখালীর সব মানুষ যতদিন ভ্যাকসিনের আওতায় না আসছে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বস্তরের মানুষকে এ সেবা দিবে নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিনামূল্যে ফ্রি রেজিষ্ট্রেশনের পূর্বেও কোভিড আক্রান্ত কেউ অক্সিজেন সংকটে পড়লে ছাত্রলীগের হট লাইন নাম্বারে ফোন করলেই বঙ্গমাতা অক্সিজেন ফ্রী তে পাবে রোগীরা। স্থানীয়দের মতে, ছাত্রলীগের এমন ব্যতিক্রম কার্যক্রমগুলো মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে। পাশাপাশি মাননীয় এমপি মহোদয় ও তার পরিবারের প্রতিও সাধারণ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে ।

বিজ্ঞাপন

https://www.facebook.com/101036355210290/posts/252082473439010/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started