কামরুল কাননঃচাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বজু মার্কেটে একটি ভ্যরাটিজ দোকানের মালামাল লুট করে আগুন দিয়ে পুড়িয়ে অভিযোগ উঠেছে। বুধবার শেষ রাতে এই ঘটনা ঘটে।দোকানটির মালিক মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই কামাল। তিনি জানান, সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নিজ এলাকায় প্রায় ১৫ লক্ষ টাকা পুঁজি খাটিয়ে তিনি দোকানটি গড়েন। কিন্তু বুধবার রাতে দুবৃত্তরা দোকানেরContinue reading “চাটখিলে দোকান লুট করে জ্বালিয়ে দেয়ার আভিযোগ”
