জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের ও খন্দকার মোশতাক আহমেদের নাম ‘স্মরণীয়’ তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত

ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের একজন জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকা এবং রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসনসহ আরো নানা অভিযোগ।

কাউন্সিলের ওই একই বৈঠকে, খোন্দকার মোশতাক আহমেদের নাম মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘স্মরণীয় বরণীয়’ ব্যক্তি হিসেবে যে রাষ্ট্রীয় তালিকা, সেখান থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এসব সিদ্ধান্ত কার্যকর করা বা না করা নির্ভর করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে।

জামুকার সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বিবিসি বাংলাকে বলেন, “বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও দণ্ডপ্রাপ্ত খুনিদের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ওই হত্যাকাণ্ডে মদদ দেয়ার কারণে জিয়াউর রহমানের খেতাবও বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা”।

তিনি জানান তাদের এসব সিদ্ধান্ত এখন মন্ত্রণালয়ে যাবে, তবে এটি গ্রহণ করা বা না করার ক্ষমতা মন্ত্রণালয়ের আছে।

কিন্তু মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য পাওয়া খেতাব পরবর্তীতে বাতিলের সুযোগ আছে কি-না এমন প্রশ্নের জবাবে মিস্টার খান বলেন, একটা কমিটি এ নিয়ে কাজ করবে এবং তারাই এ বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়া

তবে জামুকার এ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেনারেল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিবিসি বাংলাকে তিনি বলেন, এটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চরম অবমাননার শামিল এবং জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ অবদানের জন্য পাওয়া খেতাব বাতিলের অধিকার কারও নেই বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতারা জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বলে দাবি করে থাকে।

তবে জামুকার আরেকজন সদস্য এবং সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি আব্দুস শহীদ বলছেন, প্রফেসর ইব্রাহিমকে নিশানে পাকিস্তান খেতাব দিয়েছিলো পাকিস্তান। কিন্তু পরবর্তীতে ছয় দফা আন্দোলনকে সমর্থন করায় সেটি আবার কেড়েও নিয়েছিলো পাকিস্তান।

“কেউ একবার খেতাব পেলেও পরবর্তীতে তার কার্যক্রম দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে গেলে সরকার তো সেটি প্রত্যাহার করতেই পারে,” বলছিলেন মিস্টার শহীদ। ।

তিনি বলেন তারা সবকিছু পর্যালোচনা করে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি মানুষের আবেগ অনুভূতিকে বিবেচনায় নিয়ে সুপারিশ করেছেন।

“এখন মন্ত্রণালয় দেখবে তারা কতটুকু কী করতে পারে,” বলছিলেন তিনি।

সেনা শাসক হিসেবে ক্ষমতায় এসে পরে বিএনপি গঠন করেন জিয়াউর রহমান

তবে বিএনপি নেতা মোশাররফ হোসেন বিবিসিকে বলছেন পুরো বিষয়টিই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দেশের মানুষ এটি গ্রহণ করবে না বলেই মনে করেন তিনি।

“জামুকা যে প্রস্তাব এনেছে তা দুর্ভাগ্যজনক। যদি এ ধরণের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তা হলে এটা হবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমাননার শামিল”।

মিস্টার হোসেন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬শে মার্চ ১৯৭১ তারিখ সকালে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করেছেন ও কালুরঘাট থেকে স্বাধীনতার ডাক দিয়েছেন। দেশে বিদেশে সবার তা জানা । কেউ তা অস্বীকার করতে পারবেনা। তিনি প্রথম সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা করেন এবং পাকিস্তানীদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন”।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সেরও কমান্ডার ছিলেন।

“এখন ৫০ বছর পর যদি বীর মুক্তিযোদ্ধা জিয়াকে অস্বীকার করার সিদ্ধান্ত নেয়া হয় তাহলে তা দেশের মানুষ গ্রহণ করবেনা “।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পদক হিসেবে ৬৮ জনকে বীর উত্তম খেতাব দেয়া হয়েছিলো এবং এ তালিকায় তিন নম্বরে ছিলো জিয়াউর রহমানের নাম।

তালিকায় যাদের নাম ছিলো তাদের মধ্যে আব্দুল কাদের সিদ্দিকী ছাড়া বাকী সবাই সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য ছিলেন।

এখানে বলে রাখা ভালো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান হত্যার পর ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান।

আওয়ামী লীগ ও সমমনা দলগুলো বরাবরই ওই হত্যার পরিকল্পনায় জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে অভিযোগ করে থাকেন।

ব্রেকিং নিউজ বিডি/সা/এইচ

কোম্পানীগঞ্জে সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আহত-৭

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালী কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় সিএনজি ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সহ ৭ জন গুরুতর আহত হয়।

সোমবার দুপুর ১ টা ৫০ মিনিটের সময় চরকাঁকড়ার ৪নং ওয়ার্ডস্থ জলিল ড্রাইভারের বাড়ির দরজায় মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে, ১. মোঃ রিফাত (৩০) পিতা-আব্দুর রাজ্জাক,গ্রাম-রামপুর,বামনী বাজার। ২. নূর নবী (৩৫) পিতা-জয়নাল আবেদীন,গ্রাম-চরকাঁকড়া,নতুন বাজার। ৩.সাইফুল ইসলাম (৪০) পিতা. আবুল কালাম মেয়াম্বর-হাজীবাড়ি(বাহার চেয়ারম্যান এর ছোট ভাই)চরকাঁকড়া৩নং ওয়াড়। ৪. নূরুল আমিন (৬৫) পিতা- দুলামিয়া, গ্রাম-রামপুর, বামনী বাজার। ৫. রাহুল (৩৫) পিতা-তোফাজ্জল হোসেন। ৬.অজ্ঞাত ৭.অজ্ঞাত
প্রতক্ষ্য দেখায় জানা যায়,বসুরহাট থেকে বাংলাবাজারগামী সিএনজি টি জলিল ড্রাইভারের বাড়ির দরজা সংলগ্নে মোড় অতিক্রম করার সময় অপর দিক থেকে দ্রুতগামী আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘনা ঘটে।এসময় আহতদের চিৎকারে স্থানিয়রা ছুটেএসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উন্নত চিকিৎসার জন্যে জেলা শহরে হস্তান্তর করেন এবং একজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাদেন।
আনোয়ার হোসেন পুটন নামের স্থানিয় এক রাইডার বলেন, দূর্ঘটনাস্থলটি খুবই বিপদজনক, ইতিপূর্বে এই স্থানে একাধিকবার দূর্ঘটনা ঘটেছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। এতে বেশিরভাগই সিএনজি ড্রাইভারদের দোসারোপ করেছেন স্থানিয়রা।
ঘটনাস্থল পরিদর্শনকালে কোম্পানীগঞ্জ থানা এস আই ইমরান বলেন,এক্সিডেন্টের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আহত কাওকে পাইনি,স্থানিয়রা সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন, তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নব-নির্বাচিত চৌমুহনী মেয়রের সাথে মহিলা আওয়ামীলীগ নেত্রীদের সৌজন্য সাক্ষাত

সদ্য চৌমুহনী পৌরসভা নির্বাচেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ ( এম. কম) সাহেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনবাগ ও চৌমুহনী পৌর আওয়ামী মহিলা লীগের নেত্রীরা।

গরীব মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই- এমপি মামুনুর রশিদ কিরণ

চৌধুরী মোহাম্মদ মহসীন মানিকঃ ৬ফেব্রুয়ারী,গরীব মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই, বলেছেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।তিনি আজ ১০নং নরোত্তম পুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে নৌকার জন্য ভোট দাবি করেন।
বিকেল তিনটায় আলহাজ্ব মামুনুর রশীদ কিরন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উৎসব মূখর পরিবেশে ইউনিয়ন পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ১০নং নরোত্তম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বাচ্চু।সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা মোল্লা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ এবিএম জাফরুল্লাহ,চৌমুহনী পৌরসভার নব নির্বাচিত মেয়র খালেদ সাইফুল্লাহ, নুরনবী টিপু।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এবিএম জাফরুল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা আওয়ামী লীগের সদস্য সফিউল আজম পিন্টু,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না,ভিপি মেসবাহ উদ্দিন টুটুল,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মাসুম,সাবেক উপজেলা যুবলীগ সভাপতি জহির উদ্দিন জহির,মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল, আলহাজ্ব আব্দুল গফুর প্রমুখ।

সভায় বিএনপি নেতা শেখ জাফরের নেতৃত্বে তিন শতাধিক নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

Breaking News BD : ভ্যাকসিন কার্যক্রমে আপ্যায়ন ব্যয় ৯০ কোটি টাকা!!

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে আপ্যায়ন ব্যয় হিসেবে প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য বিভাগের সচিবকে পাঠানো অর্থ বিভাগের এক চিঠিতে বরাদ্দের এ বিষয়টি জানানো হয়।

অর্থ বিভাগের (বাজেট অনুবিভাগ-১) এর যুগ্মসচিব ড. মোহাস্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের প্রক্ষিতে কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিন প্রয়োগ সংশ্লিষ্ট ‘আপ্যায়ন ব্যয়’ বাবদ ৮৯ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা চলতি অর্থবছরের অর্থ বিভাগের বাজেটে ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা তহবিল’ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অনূকুলে আপ্যায়ন ব্যয় কোডে বরাদ্দ দিতে সম্মতি দেওয়া হলো।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর তাদের প্রস্তাবে আপ্যায়ন ব্যয়ের জন্য ৮৯ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা এবং প্রচার ও বিজ্ঞাপন ব্যয়ের জন্য ১৪ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করে।

তবে প্রচার ও বিজ্ঞাপন খাতে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। অর্থ বিভাগ তাদের চিঠিতে প্রচার ও বিজ্ঞাপনের ব্যয় স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব বাজেট থেকে ব্যয় করার জন্য অনুরোধ জানিয়েছে।

আপ্যায়ন ব্যয় খাতে বরাদ্দের ক্ষেত্রে কিছু শর্তের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। শর্তগুলো হলো— আপ্যায়ন ব্যয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি প্রযোজ্য আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।অব্যয়িত অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং দ্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে এবং এই অর্থ চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট কোডে সমন্বয় করতে হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিন নিতে ভারতীয় উৎপাদক সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছরের ৫ নভেম্বর চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অক্সফোর্ডের তিন কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট।

ভ্যাকসিনের জন্য স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) ১ হাজার ৫৮৯ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করে। এর আগে ভ্যাকসিন কিনতে প্রস্তাবিত খরচের প্রথম ধাপে ৭৩৫ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ৭১৯ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১

চৌমুহনী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ নির্বাচিত

খালেদ সাইফুল্লাহ

চৌমুহনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো.খালেদ সাইফুল্লাহ জয়ী হয়েছেন। মোবাইল প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আক্তার হোসেন ফয়সাল নৌকা প্রতীকে পেয়েছেন ১০হাজার ৯৯৫ ভোট।  
  জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো.রবিউল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্য প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫ হাজার ৫৯৭৭ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থী ও ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ মোট ৪ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী চৌমুহনী পৌরসভায় মোট ৫৪ হাজার ২৫৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ২৫হাজার ৫৪১ জন এবং পুরুষ ভোটার ২৮ হাজার ৫১৩ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের মোট ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিজয়ী খালেদ সাইফ’ল্লাহ স্থানীয় সাংসদ মামুনুর রশিদ কিরণের বড় ভাই। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বনন্ত্র প্রার্থী হয়ে মোবইল প্রতীক নিয়ে নির্বাচন করেন।

চৌমুহনী পৌরসভার কলেজ রোডে আগুন Breaking News BD

ছবিঃ আগুনে পুড়ছে বসত বাড়ি
Breaking News BD

এই মাত্র রাত ৩.৪৫ মিনিট নাগাদ চৌমুহনী পৌর এলাকার  কলেজ রোড পাটোয়ারী মার্কেটস্থ  দোকান এবং ঘরে ভয়াবহ আগুন লাগে। সর্বশেষ খবর পাওয়া পযন্ত জানা যায় প্রায় ১২ টি দোকান, ও বেশ কিছু বাসস্থান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।  ফায়ার সার্ভিসের ২টি টিম আগুন নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছে। এখনো ক্ষতির পরিমান জানা যায় নি। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে এই আগুনের সুত্রপাত হয়েছিল।  এলাকার মানুষ ফায়ার সার্ভিসের কর্মীদের সুসংগঠিত ভাবে কাজ করতে সাহায্য করছে।

নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচনের জন্য কাউকে ছাড় দেয়া হবে না: ডিআইজি আনোয়ার হোসেন

ব্রিফিং কালে ডি আই জি আনোয়ার হোসেন

নোয়াখালী প্রতিনিধি : অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন করেছেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বেগমগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এক  মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন— নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক য্যোতি খীসা ,বেগমগঞ্জ সার্কেল এএসপি শাহ ইমরান, বেগমগঞ্জ মডেল  থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার।

@breakingnewsbd2

নোয়াখালীর চৌমুহনীতে ট্রাক চাপায় ১ ব্যাক্তির মৃত্যু

শুক্রবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ বেপরোয়া ট্রাকের চাপায় চৌমুহনীর কুরীপাড়া এলাকার মেইন রোডে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।  এতে ব্যাক্তির দেহের উপরের ভাগ ছিন্নভিন্ন হয়ে যায়।  আশ-পাশের মানুষ জানায় অজ্ঞাত ব্যাক্তি রাস্তা পার হতে অগ্রসর হলে অপর পাশ থেকে দ্রুতগামী ট্রাকটি ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডের উপর উঠে যায়। ট্রাকের সিরিয়াল নং – ফেনী-ট, ১১০৮৯০। পরে চালক ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পযবেক্ষন করছেন। শেষ খবর পাওয়া পযর্ন্ত নিহত ব্যাক্তির কোন পরিচয় জানা যায় নি। পুলিশ জানিয়েছে লাশ সুরুত হালের জন্য নিয়ে যাওয়া হবে। পাশাপাশি ট্রাকের মালিক এর সাথে কথা বলে চালককে বের করা হবে এবং থানায় মামলা করা হবে।

উৎসুক জনতা
ঘাতক মালবাহী ট্রাক

করোনাকালেও বেড়েছে কৃষিঋণ বিতরণ ও আদায়

ফাইল ফটো

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণের অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫৯ শতাংশ বা ৬৩০ কোটি ৭৬ লাখ টাকা বেশি, যা বছরের শুরুতে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৩৪ শতাংশ। অন্যদিকে কৃষি ঋণ আদায় বেড়েছে গত বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৯৭৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট ৮ হাজার ৯৩৫ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করেছে। আগের বছরের (২০১৯) একই সময়ে কৃষিঋণ বিতরণ হয়েছিল ৮৩০৫ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ হয়েছে তিন হাজার ৮৪৩ কোটি টাকা। অন্যদিকে দেশে কার্যরত বেসরকারি ও বিদেশে ব্যাংকের মাধ্যমে পাঁচ হাজার ৯৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

মহামারি করোনাভাইরাসের কারণে আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ না করার সুবিধা থাকলেও উল্টো চিত্র কৃষিখাতে। মহামারির সময়ও ঋণের কিস্তি পরিশোধ করেছেন কৃষকরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কৃষিঋণ আদায় হয়েছে ১০ হাজার ৭২৬ কোটি ৩৪ লাখ টাকা, যা মোট ঋণের ২৪ দশমিক ৩৯ শতাংশ। আগের বছরের (২০১৯ সালের প্রথম পাঁচ মাস) স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আদায় হয়েছিল ২০ দশমিক ৫০ শতাংশ, টাকার অঙ্গে যার পরিমাণ ছিল আট হাজার ৭৫২ কোটি ৬৮ লাখ টাকা। করোনা মহামারির মধ্যেও কৃষিখাতে উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া সচল থাকায় কৃষক সময়মতো কিস্তি ফেরত দিয়েছেন। আলোচিত সময়ে কৃষিখাতে ব্যাংকগুলোর পুঞ্জীভূত ঋণ দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৭১ কোটি ৯৩ লাখ টাকা।

মহামারির সময়ে কৃষিখাতের উৎপাদন সচল থাকায় এ খাতে ঋণের প্রয়োজন বেশি ছিল। তবে ব্যাংকগুলো তাদের সঠিক সময়ে ঋণ সহায়তা দেয়নি। এর ফলে প্রথমবারের মতো গেল অর্থবছরে কৃষিঋণ বিতরণে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয় ব্যাংকগুলো।

গত ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকগুলো কৃষকদের জন্য ২৪ হাজার ১২৪ কোটি টাকা ঋণ বরাদ্দ রেখেছিল। কিন্তু অর্থবছরে শেষে এ খাতের ঋণ বিতরণের পরিমাণ দাঁড়ায় ২২ হাজার ৭৪৯ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরে লক্ষ্যের চেয়ে পাঁচ দশমিক ৬৯ শতাংশ বা এক হাজার ৩৭৫ কোটি টাকার ঋণ বিতরণ কম হয়। এর পরই কেন্দ্রীয় ব্যাংক কৃষিখাতে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়।

Staying Organized

Who me? Organized? My husband might tell you otherwise, but I do find it hard to keep track of our weekly schedule. You know: school, swimming, grocery shopping, tidying up, paying bills, remembering appointments and so on. Fortunately, in our house we all pitch in. No one person does everything. But we do have a little secret that helps our day run more smoothly.

Design a site like this with WordPress.com
Get started